পরিবেশের ভারসাম্য বজায় রাখে গাছ, অক্সিজেন সরবরাহ করে গাছ। আজ শিক্ষিত সমাজ এটা বুঝতে পারছে না, কিন্তু এই যন্ত্রণা সহ্য করবে আমাদের পরবর্তী প্রজন্ম। গাছ লাগান, গাছ বাঁচান। এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।তাই আগামী ২০২৬, অর্থাৎ আগামী দুই বছরের মধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব, স্কুল, এনজিও ইত্যাদি ধরনের স্বেচ্ছাসেবক সংস্থার মাধ্যমে ২৫ লক্ষ গাছ লাগানো এবং বিতরণ করার উদ্যোগ নিয়েছি। তাই সকলের শুভ কামনায় যেন এই চেষ্টায় সফল হতে পারি, এই প্রার্থনা করি।- ডঃ সুমন দত্ত (সোনারপুরের স্বেচ্ছাসেবক)
Contact:- 8777646501 or drsumandutta.org